৩২ বছরের পাকিস্তানি পপকর্ন বিক্রেতা ফইয়াজ মিনি প্লেন তৈরি করে নজর কাড়লেন পাকিস্তান এয়ারফোর্সের। তার তৈরি করা মিনি প্লেনটি চলে রোড কাটার ইঞ্জিনে এবং এই প্লেনের রয়েছে বার্ল্যাপ উইংস-ও।
ফইয়াজের এই সাফল্য প্রকাশ্যে আসার পরই রাতারাতি তিনি জায়গা করে নিয়েছেন লাখ লাখ মানুষের হৃদয়ে। কিন্তু কীভাবে এই পপকর্ন বিক্রেতা তৈরি করলেন এই প্লেন?
ফইয়াজ টিভি ক্লিপস এবং অনলাইন ব্লু-প্রিন্টে ভরসা করেই এমন একটি কাজ করতে পেরেছেন। ফইয়াজ এক সংবাদ সংস্থাকে জানান, আমি বাতাসে ভাসছি, এছাড়া আর কিছুই অনুভ করতে পারছি না। ফইয়াজের এই কাজই আকর্ষণ করেছে পাকিস্তান এয়ারফোর্সকেও।
এ ঘটনায় বিমান বাহিনীর কর্মকর্তারা ইতোমধ্যেই একাধিকবার দেখা করে গিয়েছে ফইয়াজের সঙ্গে। পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে আরো অনেকেই মধ্য পঞ্জাবের তাবুর গ্রামে ফইয়াজের বাড়িতে ছুটে আসছেন একবার এই প্লেন চাক্ষুষ করতে।
জানা যায়, ছোট থেকেই ফইয়াজের স্বপ্ন ছিল পাকিস্তান এয়ারফোর্সে যুক্ত হওয়ার। কিন্তু বাবার মৃত্যুর পর তাকে বাধ্য হয়েই স্কুল ছাড়তে হয় এবং কম টাকা পেলেও শুরু করতে হয় সংসার টানার কাজ।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আমীর হুসেন জানান, এটি ওড়ার আগে ১২০kph যেতে পারে। মাটি থেকে ২ থেকে আড়াই ফুট ওপরে উঠতে পারে প্লেনটি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন