শৌচালয়ের দরজা ভেবে বিমানের আপৎকালীন দরজা খুলে ফেললেন এক পাকিস্তানি নারী। ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে এই অদ্ভুত কাণ্ড ঘটেছে।
জানা গেছে, বিমানটি ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সেরপিকে-৭০২। ৩৭ জন যাত্রী নিয়ে বিমানটিরম্যাঞ্চেস্টার থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু বিমান ছাড়ার আগেই ওই নারী শৌচালয়ে যেতে চান। কিন্তু তিনি বুঝতে পারেননি কোনটি শৌচালয়ে দরজা। সামনে দরজা দেখে সেটাই খুলে ফেলেন। এরপরই বিমানের এয়ারব্যাগ খুলে যায়। হুলস্থূল পড়ে যায় বিমানের ভেতরে। ফলে বিমান দাঁড় করিয়ে রাখতে হয় রানওয়েতেই।
ম্যাঞ্চেস্টারের সংবাদ মাধ্যম জানাচ্ছে, বিমানে পর্যাপ্ত কেবিন ক্রু না থাকায় এই বিভ্রান্তি তৈরি হয়। শৌচালয় কোন দিকে, সেটা দেখিয়ে দেওয়ার জন্যও কেবিন ক্রু ছিলেন না বিমানে। পরিস্থিতি সামলে বেশ কয়েক ঘণ্টা নষ্ট হওয়ার পর বিমান ইসলামাবাদের উদ্দেশে রওনা দেয়।
বিডি প্রতিদিন/হিমেল