১৫ জুন, ২০১৯ ০৯:৪০

সার্কাসের হারানো জৌলুশ ফেরাতে থ্রিডি হলোগ্রাম

অনলাইন ডেস্ক

সার্কাসের হারানো জৌলুশ ফেরাতে থ্রিডি হলোগ্রাম

বন্য পশুদের নিয়ে খেলা দেখানো বন্ধ হওয়ায় সার্কাস তার জৌলুশ আর আকর্ষণ অনেকটাই হারিয়েছে। সেই হারানো জৌলুশ ফিরিয়ে আনতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে জার্মানির বিখ্যাত সার্কাস রনকল্লি। বন্যপ্রাণিদের কাজে না লাগিয়ে তাদের থ্রিডি হলোগ্রাম ব্যবহার করে দর্শকদের মনোরঞ্জনের আয়োজন করেছে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই সার্কাস।

সার্কাসের ইতিহাসে এই প্রথম রনকল্লি সার্কাস-ই থ্রিডি হলোগ্রাম ব্যবহার শুরু করল। রনকল্লি-এর জার্মান সিটি সঞ্চালক ম্যাক্স স্কতজারের মতে, পুরনো সার্কাস এখন একেবারেই অচল। তাই সার্কাসের আকর্ষণ বাড়াতে থ্রিডি প্রযুক্তি আর ওপটোমা ভিডিওর ব্যবহার করা জরুরি হয়ে পড়েছিল।

রনকল্লি সার্কাসের এই যুগোপযোগী সিদ্ধান্ত ও তার প্রয়োগ ইতিমধ্যেই দর্শকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। থ্রিডি প্রযুক্তি আর ওপটোমা ভিডিও ব্যবহার করায় শুধু তাঁবুতে গিয়েই নয়, বাড়িতে বসে অনলাইনেও রনকল্লি সার্কাসের সম্পূর্ণ বিনোদনের স্বাদ নেওয়া যাবে। সূত্র: জিনিউজ 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর