মার্কিন নৌবাহিনীর আবহাওয়াবিদ হিসেবে দায়িত্ব পালন করতে সুদূর অ্যান্টার্কটিকায় গিয়েছিলেন পল গ্রিশাম। ষাটের দশকের প্রায় জনমানবশূন্য, নির্জন বরফাচ্ছন্ন এলাকায় ভুলবশত নিজের মানিব্যাগটি হারিয়ে ফেলেন। ৫৩ বছর পর সেগুলো মোটামুটি অক্ষত অবস্থাতেই ফিরে পেয়েছেন তিনি।
৯১বছর বয়সী সাবেক এই নৌকর্মকর্তা বলেন, ‘আমি পুরো হতবাক হয়ে গিয়েছিলাম। আমাকে শনাক্ত করে কাছে পৌঁছানোর দীর্ঘ এই ধারাবাহিক প্রক্রিয়ায় বহু মানুষ জড়িত ছিলেন'।
গ্রিশামের হারানো মানিব্যাগটিতে ছিল নৌবাহিনীর আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন ধরনের হামলার সময় কী করতে হবে তার একটি পকেট নির্দেশিকা, বিয়ার রেশন পাঞ্চ কার্ড, ট্যাক্স স্টেটমেন্ট এবং স্ত্রীর কাছে পাঠানো মানিঅর্ডারের রশিদ। আশ্চর্যজনকভাবে পাঁচ দশকেরও বেশি সময় পরে অনেকটা অক্ষত অবস্থাতেই গ্রিশামের হাতে ফিরে এসেছে তার প্রিয় মানিব্যাগটি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির 
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        