ঘটনাটি ভারতের তামিল নাড়ুর। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে ২৭ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর স্বামী ইউটিউবের ভিডিওতে সন্তান প্রসবের একটি কৌশল শিখে বাড়িতেই তার স্ত্রীর সন্তান প্রসবের চেষ্টা করেন। এরপরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার রাজ্যের কৃষ্ণগিরি জেলার পোচামপল্লির পুলিয়ামপট্টি এলাকায় ঘটেছে এ ঘটনা। অভিযুক্ত স্বামী তার গর্ভবতী স্ত্রীর সন্তান স্বাভাবিকভাবে প্রসব করতে গিয়ে নাভির কর্ড কাটতে ব্যর্থ হন। নবজাতকের জন্ম হলেও তার স্ত্রীর প্রচুর রক্তক্ষরণ হয়।
পুরো এ ঘটনা প্রতিবেশীরা পুলিশকে জানালে জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর ৩০ বছর বয়সী স্বামী মাদেশকে আটক করা হয়। পুলিশের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লগনায়কি নামের ওই নারীর প্রসবের ব্যথা উঠলে মাদেশ বাড়িতেই স্ত্রীর সন্তান প্রসবের প্রক্রিয়া শুরু করে দেন। তবে তিনি নাভির কর্ড ঠিকমতো কেটে ফেলতে ব্যর্থ হন। এতে লগনায়কির অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
এরপর অচেতন অবস্থায় লগনায়কিকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে আর বেঁচে ছিলেন না লগনায়কি। এ নিয়ে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং এর তদন্ত করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র : ইন্ডিয়া টুডে।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        