বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি, স্পেনের মারিয়া ব্রেনিয়াস মোরেরা ১১৭ বছর বয়সে গতকাল মঙ্গলবার মারা গেছেন। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া মারিয়া প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী ছিলেন।
মারিয়ার পরিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, ‘মারিয়া আর আমাদের মধ্যে নেই। ঘুমের মধ্যেই তিনি মৃত্যুবরণ করতে চেয়েছিলেন এবং তার সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমরা তার দয়ালু মনোভাব ও পরামর্শ চিরকাল স্মরণে রাখব।
২০২৩ সালের জানুয়ারিতে ১১৮ বছর বয়সী ফ্রান্সের লুসিল র্যানডনের মৃত্যুর পর, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস মারিয়াকে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। এখন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন জাপানের তোমিকো ইতুকা, যার বয়স ১১৬ বছর।
বিডিপ্রতিদিন/কবিরুল