পাকিস্তানের পার্লামেন্ট ভবনে এখন একধরনের অপ্রত্যাশিত সমস্যা দেখা দিয়েছে—ইঁদুরের দখলে ভবনটি। বড় বড় ইঁদুরগুলো রাতের বেলায় সেখানে দৌড়ঝাঁপ করছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট করছে। ২০০৮ সালের বৈঠকের নথি সম্প্রতি পুনরুদ্ধার করতে গিয়ে দেখা যায়, নথিগুলোর বড় অংশই ইঁদুরে কেটে ফেলেছে।
জাতীয় পরিষদের মুখপাত্র জাফর সুলতান বলেন, এখানকার ইঁদুরগুলো এতটাই বড় যে বিড়ালও তাদের দেখে ভীত হয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কর্তৃপক্ষ ইঁদুরের উপদ্রব ঠেকাতে বার্ষিক ১২ লাখ রুপি বরাদ্দ দিয়েছে।
ইঁদুরের উৎপাত বিশেষ করে দ্বিতীয় তলায় বেশি, যেখানে বিরোধী দলের নেতার কার্যালয়সহ বেশিরভাগ রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। দিনের বেলা ইঁদুরগুলো সাধারণত দেখা যায় না। তবে সন্ধ্যার পর থেকে তারা ম্যারাথনের মতো ভবনের ভেতরে দৌড়াতে শুরু করে। নতুন কর্মীরা প্রথমবার ইঁদুর দেখে আতঙ্কিত হয়।
এই সমস্যা মোকাবিলায় পার্লামেন্ট কর্তৃপক্ষ পেস্ট কন্ট্রোল কোম্পানির সহায়তা নিতে চাইছে এবং ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কোম্পানির খোঁজ করছে। তবে, এখন পর্যন্ত মাত্র দুটি কোম্পানি সাড়া দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল