এক যাত্রীর খাবার থেকে জীবন্ত ইঁদুর বের হয়ে আসায় স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের (এসএএস) একটি ফ্লাইটের জরুরি অবতরণ করতে হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।
ওই ফ্লাইটে উপস্থিত জার্ল বোরস্ট্যাড নামক একজন যাত্রী বিবিসি নিউজ চ্যানেলকে বলেন, তার পাশে বসা এক নারী যাত্রীর খাবারের বাক্স খোলার সময় সেটির ভেতর থেকে ওই ইঁদুর বেরিয়ে আসে।
উড়োজাহাজটি নরওয়ের রাজধানী অসলো থেকে স্পেনের মালাগায় যাচ্ছিল। কিন্তু ইঁদুরবিপত্তিতে পড়ে ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
পরে যাত্রীদের ভিন্ন একটি ফ্লাইটে মালাগায় পৌঁছে দেওয়া হয়।
সাধারণত বৈদ্যুতিক তার চিবানো প্রতিরোধ করতে এয়ারলাইনসগুলো কঠোরভাবে ইঁদুর উপদ্রব ঠেকানোর চেষ্টা করে থাকে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারলাইন্সের মুখপাত্র অয়েস্টেইন শ্মিট জানিয়েছেন, ইঁদুরটি বিমানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে জরুরি অবতরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ