ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা পরিশোধ করার পর গাভি ফেরত পেয়েছেন এক কৃষক। কিস্তির টাকা দিতে না পারায় শনিবার হতদরিদ্র ওই কৃষকের ৪ মাসের বাছুর রেখে গাভিটি নিয়ে যায় একটি সংস্থা।
দক্ষিণ আইচায় অবস্থিত ওই সংস্থার ম্যানেজার গতকাল ৯টায় কিস্তির ৫ হাজার টাকা পেয়ে মুচলেকায় স্বাক্ষর নিয়ে গাভিটি ছেড়ে দেয়।
ভুক্তভোগী কুলসুম বেগম জানান, ওই সংস্থা থেকে ৭০ হাজার টাকা লোন নিয়ে ১৩ কিস্তি পরিশোধ করার পর ২ কিস্তি দিতে না পারায় সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম ৪ মাসের দুধের বাছুর রেখে গাভিটি নিয়ে যায়।
ম্যানেজার শামীম বলেন, কিস্তির টাকা পরিশোধ না করায় কর্মীরা গাভি নিয়ে যায়। কিস্তির টাকা প্রাপ্তির পর গাভিটি ছেড়ে দেয়।
সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সালেক মুহীদ বলেন, মিডিয়ায় প্রকাশের পরে ম্যানেজারকে ফোনে বলার পরে কৃষকের গাভি ছেড়ে দেয়।
বিডি প্রতিদিন/এমআই