চীনের গুয়াংডং প্রদেশের শানওয়েই চিড়িয়াখানায় ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। চিড়িয়াখানার পান্ডার খাঁচায় সাদা-কালো লোমশ দুটি প্রাণীকে ঘুরতে দেখা গেছে। প্রথম দেখায় মনে হতে পারে, এগুলো পান্ডা। কিন্তু ভালো করে তাকালে ধরা পড়ে, সেগুলো আদতে পান্ডা নয়, বরং চৌ চৌ প্রজাতির কুকুর, যাদের লোমে রং করে পান্ডার মতো করে সাজানো হয়েছে।
এই অদ্ভুত কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হলে, সমালোচনার ঝড় উঠে। চিড়িয়াখানার এমন আচরণে দর্শক ও নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানান। অনেকেই এই ধরনের কাজকে প্রতারণা এবং প্রাণীদের সঙ্গে অমানবিক আচরণ হিসেবে আখ্যা দিয়েছেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ কুকুর দুটিকে পান্ডারূপে সাজিয়ে খাঁচায় রাখার ব্যাখ্যা দেয়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে এই কুকুরদের ‘পান্ডা কুকুর’ হিসেবে অভিহিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ‘পান্ডার মতো দেখতে এই চৌ চৌ কুকুরগুলোকে রং করে সাজানো হয়েছে, যা দেখতে স্মার্ট, আদুরে এবং সুন্দর।
এ ঘটনাটি প্রথমবারের নয়। এর আগে চীনের জিয়াংশু প্রদেশের তাইঝৌ চিড়িয়াখানাও একই ধরনের বিতর্কের জন্ম দিয়েছিল। ওই সময় তারা পান্ডার অভাব পূরণ করতে কুকুরকে রঙ করে পান্ডার খাঁচায় রাখে।
চিড়িয়াখানার একজন মুখপাত্র তখন দাবি করেছিলেন, পান্ডা সংগ্রহের কোনো সুযোগ না থাকায় তারা চৌ চৌ কুকুরকে রঙ করে প্রদর্শনীতে রেখেছিলেন। সেইসঙ্গে তারা এটাও আশ্বস্ত করেছিলেন যে, কুকুরের লোমে রং করার প্রক্রিয়ায় কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়নি।
তবে এই ধরনের কাজ চিড়িয়াখানার নৈতিকতা এবং প্রাণীপ্রেমীদের মধ্যে প্রশ্ন তুলেছে। মানুষ প্রকৃত পান্ডা দেখার আশায় এসে কৃত্রিমভাবে রং করা কুকুর দেখে হতাশ এবং ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল