পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহন সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)’ দীর্ঘমেয়াদি লোকসানের কারণে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ১ অক্টোবর এক নিলামের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিক্রি করা হবে।
মঙ্গলবার বেসরকারি টেলিভিশন এআরওয়াই-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তানের জাতীয় পরিষদের প্রাইভেটাইজেশন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় পরিষদের সদস্য ফারুক সাত্তার জানিয়েছেন, আগামী মাসের প্রথম দিন পিআইএর নিলাম অনুষ্ঠিত হবে।
এর আগে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী, পাকিস্তান সরকার লোকসানে থাকা এ রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনসের ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়।
বিডিপ্রতিদিন/কবিরুল