জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যপ্রাণীদের জীবন ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি বিভিন্ন প্রাণীর জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, তাপমাত্রা বৃদ্ধির কারণে কোস্টারিকার সাদা মুখের ক্যাপুচিন বানর সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ছে। দীর্ঘ সময় ধরে উষ্ণ পরিবেশে বসবাসের কারণে বিশেষত অল্পবয়সী বানরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শারীরিক কর্মক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী জর্ডান লুকোর নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় উঠে এসেছে, ক্রমবর্ধমান তাপমাত্রা বনের ভারসাম্যহীনতা তৈরি করছে। এতে প্রাকৃতিক আবাসস্থলে থাকা প্রাণীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বিপর্যস্ত হচ্ছে। লুকো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বানরদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রজননক্ষমতায় বড় ধরনের প্রভাব পড়ছে। গবেষণার ফলাফল ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, টানা দুই সপ্তাহের বেশি উচ্চ তাপমাত্রায় থাকলে ক্যাপুচিন বানরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন এরা সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করে। সাধারণত, স্তন্যপায়ী প্রাণীরা তাপমাত্রার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে সক্ষম হলেও যেসব প্রজাতি তা পারে না, তাদের ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা অনেক বেশি।
বিশেষ করে অল্পবয়সী বানররা তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে বয়স্কদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়। লুকো বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে, তরুণ বানরদের শরীর উষ্ণ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে বেশি সমস্যা হয়। এটি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে তোলে।
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন শুধু বানর নয়, অন্যান্য বন্যপ্রাণীর জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলছে। বিজ্ঞানীরা মনে করেন, এই পরিবর্তন কীভাবে প্রাণীজগতকে প্রভাবিত করছে তা বুঝতে আরও গবেষণা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিডিপ্রতিদিন/কবিরুল