মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান নিষিদ্ধ এলাকায় ধূমপান করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। এই ঘটনায় তাকে জরিমানা গুণতে হবে। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, নেগারি সেমবিলান রাজ্যের এক রাস্তার পাশে খাবারের দোকানে ধূমপান করছেন মোহাম্মদ হাসান। স্বাস্থ্যমন্ত্রী নিজেই ছবিটি পুনরায় শেয়ার করে বিষয়টি সামনে আনেন।
মালয়েশিয়ায় ২০১৯ সালে সব খাবারের দোকান ও রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ করা হয়। এ বছরের অক্টোবরে আইনটি আরও কঠোর করা হয়েছে। মালয়েশিয়ার আইনে নিষিদ্ধ স্থানে ধূমপান করলে ৫,০০০ রিঙ্গিত (প্রায় ১,১২০ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরকে এই বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রী নিজেই অপরাধ স্বীকার করে জরিমানা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন।
বুধবার একটি সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে মোহাম্মদ হাসান বলেন, এটি যদি জনমনে উদ্বেগ সৃষ্টি করে থাকে, তবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তিনি আরও বলেন, আমি জরিমানা দেব। আশা করি জরিমানার অঙ্ক খুব বেশি হবে না।
ধূমপানের ছবিটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, আপনি মন্ত্রী হন বা ভিভিআইপি, ভুল তো ভুলই। আইনের ঊর্ধ্বে কেউ নয়।
আরেকজন বলেন, আইন প্রণেতা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের আইন ভাঙলে জনসাধারণের চেয়েও বেশি শাস্তি পাওয়া উচিত।
এই ঘটনার মাধ্যমে মালয়েশিয়ায় ধূমপানের বিরুদ্ধে কঠোর আইনের প্রয়োগ নিশ্চিত করার প্রাসঙ্গিকতা আরও একবার উঠে এসেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল