বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কর্পোরেট কর্নার

কর্পোরেট কর্নার

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং বিকাশ লিমিটেডের মধ্যে সমপ্রতি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে এমটিবি, বিকাশ লিমিটেডকে দেশব্যাপী বিস্তৃত এমটিবির ১১১টি শাখায় নিজস্ব ‘ডিপোজিট স্লিপ’-এ বিল কালেকশন, পে-মেন্ট ট্রান্সফারের মতো বিভিন্ন ‘ক্যাশ ম্যানেজমেন্ট’ সেবা প্রদান করবে।

 

এনসিসি ব্যাংকের শাখা পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাদের জন্য দিনব্যাপী ‘রিফ্রেসার্স কোর্স অন ট্রেড ফাইন্যান্সিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ।

 

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে 'A brief introduction to the concepts and use of lean six sigma' শীর্ষক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য, অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী।

 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের রাজশাহী ও খুলনা অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ‘ইনভেস্টমেন্ট প্রসিডিউর’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী। কর্মসূচিতে ৩৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

সম্প্রতি জাইকার আর্থিক সহায়তায় স্ট্যান্ডার্ড ব্যাংক লি. আরবান বিল্ডিং সেফিট প্রকল্পের আওতায় ঝুঁকিমুক্ত পোশাক কারখানা গড়তে ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি  করেছে। এসময় বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির, জাইকার বাংলাদেশ প্রধান তাকাতোশি নিশিকাতা, স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি মামুন-উর-রশিদ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

 

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে সম্প্রতি ‘এসইউবি ইন্টার-ইউনিভার্সিটি প্রোগামিং কনটেস্ট ২০১৭” অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এস.এম.এ ফায়েজ। বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিচারকদল দায়িত্ব পালন করে। -বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর