১৭ জানুয়ারি, ২০২১ ০০:১৮

কিশোরগঞ্জ পৌরসভায় ঝুলে আছে মেয়র প্রার্থীর ফল

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ পৌরসভায় ঝুলে আছে মেয়র প্রার্থীর ফল

কিশোরগঞ্জে এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থীর চূড়ান্ত ফল ঘোষণা সম্ভব হয়নি। পৌরসভার ২০ নং ওয়ালী নেওয়াজ খান কলেজ কেন্দ্রে (পশ্চিম তারাপাশা) সহিংসতার ঘটনায় এ কেন্দের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

এদিকে, কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত পারভেজ মিয়া ৪৮৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এ পৌরসভার মোট ২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। 

প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পারভেজ মিয়া পেয়েছেন ২০ হাজার ৯২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসরাইল মিয়া পেয়েছেন ২০ হাজার ৪৩৮ ভোট।

এ পৌরসভায় মোট ভোটার ৭১ হাজার ৮৪ জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৪ হাজার ২৯১ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৬৯৩টি। বৈধ ভোটের সংখ্যা ৪৩ হাজার ৫৯৮টি।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর