২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:১০

রায়পুর পৌর নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ভোটারদের সরব উপস্থিতি

লক্ষ্মীপুর প্রতিনিধি

রায়পুর পৌর নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ভোটারদের সরব উপস্থিতি

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় ৫ম ধাপে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইভিএম পদ্ধতিতে আজ রবিবার সকাল ৮ থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নারী-পুরুষ ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

রায়পুর স্টেশন মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মার্চেন্ট একাডেমী, রায়পুর সরকারি কলেজ ভোট কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে মোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে ২৩ হাজার ৬৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট গণমাধ্যম কর্মীদের বলেন, উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠ ভোট হচ্ছে জানিয়ে নৌকার বিজয় নিশ্চিত বলে দাবি করেন এ প্রার্থী।

এদিকে, এই পৌরসভার সবকয়টি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৩টি টিম, স্ট্রাইকিং ফোর্সসহ ২২০ জন পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন। প্রতিটি কেন্দ্রে ১৫ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর