ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে নির্বাচন বিরোধীরা হামালা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জামশেদ আলম (২৮) ও মো. শহিদুল্লাহ (২২) নামে যুবদল ও ছাত্রদলের দুই কর্মী নিহত হয়েছেন। এসময় ৫ জন গুলিবিদ্ধ ও ২ পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
সকালে একই উপজেলার পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারশ ব্যালট পেপার ও চর খোয়াজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে সোনাগাজী উপজেলার উত্তর পশ্চিম চর দরবেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম লুট হয়ে যাওয়ায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়।
ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহত যুবদল কর্মী জামশেদ আলম ও মো. শহীদুল্লাহর লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে এবং আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।