দশম সংসদ নির্বাচনে সারাদেশে এখন পর্যন্ত সহিংতায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রংপুরে দুই জামায়াত কর্মী, নীলফামারীতে জামায়াত কর্মীসহ দুইজন, দিনাজপুরে এক বিএনপি কর্মী, লালমনিরহাটে এক যুবদল কর্মী, ফেনীতে দুই বিএনপি কর্মী, ঠাকুরগাঁওয়ে ৪ জন, নওগাঁয় এক বিএনপি'র কর্মী ও মুন্সীগঞ্জে পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন।
রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি গ্রামে খুব ভোরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহত দুজনই জামায়াত-শিবিরের কর্মী। নিহতরা হলেন- মিরাজুল ইসলাম (৩৫) ও হাদিউজ্জামান (১৪)।
নিহতদের মধ্যে মিরাজুল একই ইউনিয়নের আরাজিচালুনিয়া গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে। আর হাদিউজ্জামান ইসলামী ছাত্র শিবিরের কর্মী। সে মেকুরা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে ভোটের ৯ ঘণ্টা আগে গতকাল শনিবার রাতে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার জোবায়দুর রহমানকে পিটিয়ে হত্যা করেছে। এছাড়া আজ দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও ৪ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
দিনাজপুরে গতকাল শনিবার রাতে নশিপুর স্কুল কেন্দ্রে হামলার সময় পুলিশের গুলিতে বাবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে গুলিতে নিহত বাবুল ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড কমিটির নেতা।
নীলফামারীতে ভোট শুরুর আগেই অন্তত ২৫টি কেন্দ্রে হামলা ও ব্যালট পেপারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলার জলঢাকা ও ডিমলা উপজেলায় কেন্দ্রে হামলা চালাতে গিয়ে পুলিশের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ও আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মমতাজ আহমেদ (৫০) ও জাহাঙ্গীর আলম (৩০)।
লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগ-বিএনপির সংর্ঘষে আহত যুবদল নেতা ফারুক হোসেন গতকাল শনিবার রাতে মারা গেছেন।
ফেনীর সোনাগাজী উপজেলায় আজ রবিবার সকাল ১০টায় ভোটকেন্দ্র দখলের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন বিএনপির দুই কর্মী। অপরদিকে, পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- জামশেদ আলম (২৮) ও মো. শহিদুল্লাহ (২২)।
নওগাঁর মান্দা উপজেলার চকদেবীরাম গ্রামে দুপুর সাড়ে ১২টার দিকে ভোটদানে বাধা প্রদানকে কেন্দ্র করে র্যাব ও পুলিশের সাথে সংঘর্ষে বাবুল হোসেন (৩৫) নামে এক বিএনপি'র কর্মী নিহত হয়েছেন।
মুন্সীগঞ্জে আজ রবিবার ভোটগ্রহণ শুরুর আগে একটি ভোটকেন্দ্রে হামলার চেষ্টার সময় পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল ৮টার কিছুক্ষণ আগে উপজেলার দক্ষিণ কাঠাদিয়া-শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।