নওগাঁর মান্দা উপজেলার চকদেবীরাম গ্রামে ভোটদানে বাধা প্রদানকে কেন্দ্র করে র্যাব ও পুলিশের সাথে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ৮ জন আহত হয়।
আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- বাবুল হোসেন (৩৫), রহিদুল ইসলাম (৩৮), রাজু আহম্মেদ (১৭), উজ্জল হোসেন (২২), ভুট্টু কারিগর (২৬), রাকিব আহম্মেদ (২৭), জুয়েল রানা (৩২) ও গোলাম রব্বানী (৩০)। ঘটনার পর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এদের সকলেই ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে মান্দা থানার ওসি আবদুল্লা হেল বাকি জানান, সকাল থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তীর, ধনুক, লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সাধারন ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়ে আসছিলো। তারা গ্রামের পাশের একটি মাঠে সংঘবদ্ধ হয়ে মহড়া দিচ্ছিল।
খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির নেতা কর্মীরা তাদের উপর হামলা চালায়। এ সময় পুলিশ ও র্যাবের সাথে তাদের সংঘর্ষ বাধে। নেতা কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এসএমজির ১০ রাউন্ড ও শর্ট গানের ২৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে মান্দা উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান মকে জানান, তাদের নেতা কর্মীরা কাউকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেননি। দলের শান্তিপূর্ণ কর্মসূচী পালনকালে মিথ্যা অভিযোগ এনে র্যাব ও পুলিশ তাদের নেতা কর্মীদের উপর গুলি চালায়। এতে করে তাদের ৮ নেতা কর্মী আহত হয়েছে।
এ ব্যাপারে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো: এনামুল হক জানান, ঘটনার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে।