ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে ঢাকা, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, বরগুনা ও শেরপুরে নয়জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা হলেন ঢাকা-১৫ (কাফরুল) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এখলাস উদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী শওকত আলী, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এ কে এম শরিফ উদ্দিন ও আজাদ উদ্দিন চৌধুরী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান রতন, বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন শিকদার, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদিউজ্জামান বাদশা, ঢাকা-৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. সাইদুর রহমান শহীদ এবং ঝিনাইদহ-১ আসনে নায়েব আলী।