কুমিল্লায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে আজ রবিবার সকাল ৮টা থেকে চলেছে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়ছে কেন্দ্রগুলোতো।
এ ব্যাপারে কেন্দ্রগুলোতে দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা জানান, ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে। বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটরদের উপস্থিতি কিছুটা বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, জেলার দেবিদ্বার উপজেলায় রাজামেহের উত্তর পাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু'টি ব্যালট বাক্স ভাঙচুর করা হয়। ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনায় জেলার মনোহরগঞ্জের বিনয়ঘর, মুরাদনগরের পিপুরিয়া কান্দি এবং মটকির চর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।