ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে।
আশুগঞ্জ রেলস্টেশনের মাস্টার আব্দুল্লাহ আল ফারুক জানান, শুক্রবার সকাল ১১টার দিকে আশুগঞ্জের যাত্রাপুরে চট্রগ্রামগামী মালবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহানগর প্রভাতীসহ চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর দুপুর ২টা ৪০ মিনিটে ট্রেন চলাচল আবার শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার অমৃত লাল সরকার জানান, লাইন বন্ধ থাকায় ঢাকামুখী উপকূল এক্সপ্রেস, চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ব্রাহ্মণবাড়িয়ায়; ঢাকাগামী মহানগর প্রভাতী কসবায় এবং ভৈরবগামী বাল্লা লোকাল তালশহর স্টেশনে আটকে থাকে।
লাইন চালু হওয়ার পর ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে স্টেশন মাস্টার জানান।