১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুটি মামলার মধ্যে একটিতে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া চার আসামিকে আজ শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কাশিমপুর কারাগারে আনা হচ্ছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আদালতে হাজিরা থাকায় তাদের ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে।
আজ সকাল ১০টার দিকে চার আসামিকে বহনকারী তিনটি মাইক্রোবাস কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা দেয়।
চার আসামি হলেন সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম।