চট্টগ্রামে উদ্ধার হওয়া ১০ ট্রাক অস্ত্র সরবরাহে বিএনপি-জামায়াত সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বার্তায় জয় এ মন্তব্য করেন।
জয়ের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো:
২০০৪ সালে বিপুল পরিমান অস্ত্র পাচারের মামলায় বিএনপি ও জামায়াতের মন্ত্রীদের সাজা দেওয়া হয়েছে। হাজার হাজার রকেট লঞ্চার, রকেট, গ্রেনেড, মেশিন গান, অ্যাসল্ট রাইফেল এবং গোলাবারুদ সহ দশ ট্রাক অস্ত্র একটি সার কারখানায় আটক করা হয়েছিল, যার মালিকানা ও পরিচালনার ভার ছিল শিল্প মন্ত্রণালয়ের হাতে। তখন শিল্প মন্ত্রী ছিলেন জামায়াতের মতিউর রহমান নিজামী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা ব্যক্তিগত ভাবে এই অস্ত্র খালাসের বিষয়টি তদারক করছিলেন। সেসময় স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন বিএনপির লুৎফুজ্জামান বাবর। উভয় মন্ত্রী এবং তৎকালীন গোয়েন্দা প্রধান সহ ঘটনার সাথে জড়িত আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে এবং তাদের সাজা দেওয়া হয়েছে।
শুধুমাত্র আওয়ামীলীগ সরকারের কারণেই এই বিচার সম্ভব হয়েছে। আমাদের আমলে আমরা সন্ত্রাস সম্পূর্ণরূপে নির্মূল করেছি। নয় বছর লেগে গেলেও, বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার আমরা শেষ করতে পেরেছি, অভিযোগ প্রমাণ করতে পেরেছি। অভিযুক্তদের উপযুক্ত সাজাও আদায় করতে পেরেছি।
এটা খুবই লজ্জাজনক যে সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহের সাথে বিএনপি এবং জামাত সরাসরি যুক্ত রয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো, বিএনপি-জামাত সরকার নিজেই এই বিপুল পরিমান অস্ত্র দেশের ভেতরে পাচার করছিল। এসব কর্মকাণ্ড কোন বৈধ রাজনৈতিক দলের কাজ হতে পারে না। এগুলো সন্ত্রাসী সংগঠনের কাজ।