১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরকে গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মতিউর রহমান নিজামী ও লুৎফজ্জামান বাবরকে বহনকারী দুটি মাইক্রেবাস কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। সকাল ১০টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে তাদের কাশিমপুর কারাগারের উদ্দেশে পাঠানো হয়।
জানা গেছে, মাইক্রোবাস দুটির সামনে ও পেছনে পুলিশের কড়া নিরাপত্তা ছিল। গাড়ি দুটির মধ্যে কালো রংয়ের গাড়িতে লুৎফুজ্জামান বাবর ও লাল রংয়ের গাড়িতে মতিউর রহমান নিজামী ছিলেন।
কারা সূত্র জানায়, জামায়াত নেতা ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১এ স্থানান্তর করা হয়েছে।