ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে বুড়িচংয়ের নিমসার পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টায় মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় মালবাহী একটি ট্রাক ও ১টার দিকে কুটুম্বপুর এলাকায় একটি লরি বিকল হয়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়। আজ সকাল পর্যন্ত এ যানজট অব্যাহত রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মহাসড়কের চান্দিনার মাধাইয়ায় একটি ট্রাক ও কুটুম্বপুর এলাকায় একটি লরি বিকল হয়ে যায়। খবর পেয়ে রাতেই গাড়ি ২টি সরিয়ে নেয়া হয়। তবে অতিরিক্ত গাড়ির চাপ ও এলোপাতাড়িভাবে গাড়ি চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।