যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের ধানখেতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের দুই পাইলট ফারুক ও জামী অক্ষত রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, দুই পাইলটকে উদ্ধার করে যশোর বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার সময় ধানখেতে কর্মরত মিরাজ নামে এক ব্যক্তি বলেন, হঠাৎ করে একটি বিমান আকাশ থেকে ভূমির কাছাকাছি চলে আসে। এ সময় বিমানের জানালা দিয়ে একজন হাত নেড়ে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। এর কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়