হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, নতুন দায়িত্বে বিচারপতি ইনায়েতুর রহিম হাইকোর্ট বিভাগের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা বিচারপতি এ টি এম ফজলে কবীর গত বছরের ৩১ ডিসেম্বর অবসরে গেলে এই আদালতের বিচার কার্যক্রমে কার্যত স্থবিরতা তৈরি হয়। বর্তমানে এ আদালতে বিচারাধীন পাঁচ মামলার মধ্যে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলাটি রায়ের অপেক্ষায় আছে।