নারী নির্যাতন প্রতিরোধে হেল্প সেন্টার চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার থেকেই এই হেল্প সেন্টার কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান। যেকোনো অপারেটর থেকে ১০৯২১ নম্বরে ফোন করে যে কেউ নারী নির্যাতনের যে কোনো তথ্য সরাসরি জানাতে পারবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি এ সময় সমতাভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ধর্মের দোহাই দিয়ে নারীদের আটকে রাখা যাবে না। কারণ ইসলাম ধর্মে নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী এ সময় তার সরকারের আমলে নারী উন্নয়নের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারের বিভিন্ন অঙ্গীকার করেছে। সংসদের সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ৫০টি করা হয়েছে। সরাসরি ভোটেও বাড়ছে নারীর অংশগ্রহণ।
তিনি আরো বলেন, বাজেটেও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সর্বক্ষেত্রে এগিয়ে রয়েছে নারীরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান দুই বিরোধী দলের প্রধান ও স্পিকারও নারী। ক্রিকেটেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। সশস্ত্র বাহিনীতেও রয়েছে নারীর অংশগ্রহণ।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি আরো বলেন, দেশের প্রথম নারী ভিসি হিসেবে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া নারীর অংশগ্রহণ বাড়ানো্র জন্য নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশন থেকে অল্প সুদে ঋণ দেওয়া হয়। একটি বাড়ি একটি খামার প্রকল্প ও আশ্রয়ন প্রকল্পে নারীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।