ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্ক গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠান ম্যাক্স স্পিনিং মিল, হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের শেরাটন হোটেল (বর্তমানে রুপসী বাংলা) শাখার সাবেক কর্মকতাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টা নাগাদ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ড. মো. ফজলে এলাহী ভুইয়ার আদালতে মামলাটি দায়ের করা হয়।
সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ব্যাংকটির অন্যতম আইনজীবী জাহাঙ্গীর হোসেন বলেন, '৭৫৫ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৪২৩ টাকার এ মামলাটি দায়ের করা হয়েছে। এ জন্য সর্বোচ্চ কোর্ট ফি ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'দেশের ইতিহাসে এটি যেমন সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারির ঘটনা, ঠিক তেমনি টাকা আদায়ের জন্য এটিই সবচেয়ে বড় মামলা।'
অ্যাডভোকেট হোসনে আরা মামলাটি পরিচালনা করবেন বলে জানান তিনি।