আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৫ আগস্টে কেক কেটে জন্মদিন পালন জঘণ্য মানসিকতার বহিঃপ্রকাশ করেছেন। সিঙ্গাপুরে গিয়ে মানসিক চিকিৎসা করানো প্রয়োজন।'
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় সাবেক বন ও পরিবেশমন্ত্রী এ পরামর্শ দেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী প্রজন্ম লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারীদের উৎসাহিত করেন বলেও অভিযোগ করেছেন ড. হাছান।
তিনি বলেন, 'ক্ষমতার যাওয়ার জন্য ইহুদি লবিস্ট নিয়োগ করেছে বিএনপি। অন্যদিকে গাজায় ইসরায়েলি ইহুদিদের হামলার প্রতিবাদে মৌন মিছিলের কর্মসূচিও দিয়েছে। এতদিন তারা এ বিষয়ে নিশ্চুপ ছিল, এখন আমরা বলার পর জাতির সঙ্গে ভাওতাবাজি করতে এ কর্মসূচি দিয়েছে তারা।'
এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আন্দোলনের নামে যাতে মানুষ হত্যা না করা হয়। ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার।'
বিএনপির আন্দোলন করার সাংগঠনিক শক্তি নেই দাবি করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, 'বিএনপির মহানগরের নতুন কমিটি ঘর থেকে বের করতেই সাতদিন লাগছে। এদের দিয়ে কী আন্দোলন হবে জনগণের জানা আছে। জনগণ এদের সঙ্গে নেই।'