বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী আবারো জিরোপয়েন্টে গুলি ছুড়েছে। গতকাল রাতে ও আজ দুপুরে দু’দফায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজেপি) নিরাপত্তা বাংকার থেকে জিরো লাইনের দিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল ওয়ালিউর রহমান সাংবাদিকদের জানান, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী প্রায়ই সীমান্তে পাহারা দেওয়ার সময় গুলি ছোড়ে। এটি সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে মিয়ানমারের অভ্যন্তরে। তবে বিজেপি নিরাপত্তা বাংকার থেকে গুলি ছুড়েছে কি না বিষয়টি এখনো নিশ্চিত নয়। গুলিবর্ষণের বিষয়গুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সীমান্তে এখন কোনো ধরনের উত্তেজনা নেই।
জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, সীমান্তের জিরো লাইনের কাছে নিরাপত্তা বাংকার থেকে বিজিপি জিরো পয়েন্ট লক্ষ্য করে হঠাৎ গুলি ছোড়ায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এতদিন সীমান্তরক্ষীরা মিয়ানমারের অভ্যন্তরে মহড়া দিলেও দুদিন ধরে বাংকার থেকে গুলি ছুড়ছে।
দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রশিদ জানান, দোছড়ির পানছড়ি সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বিজিবি লেন্স নায়ক নিহত হওয়ার পর থেকে বিজেপি সদস্যরা প্রায়ই সীমান্তে মহড়া দেওয়ার সময় জিরো পয়েন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে। এবার নিরাপত্তা বাংকার থেকে গুলি ছোড়া হয়েছে। বিজিবি-বিজিপি দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মুখোমুখি অবস্থান নেওয়ার পর থেকেই সীমান্ত চৌকির কাছে বাংকার খনন করে নিরাপত্তা বাড়িয়েছে মিয়ানমার।