২০১৪ সালের এইচ এস সি পরীক্ষার প্রকাশিত ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১ লাখ ৩ হাজার ২'শ ৫৯ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭২ হাজার ৪'শ ২৬ জন। পাশের হার ৭০ দশমিক ১৪। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬'শ জন শিক্ষার্থী।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার একধাপ এগিয়ে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা ক্যাডেট কলেজ, তবে পিছিয়েছে ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কলেজটি ৪র্থ থেকে ৬ষ্ঠ স্থানে নেমে গেছে। দ্বিতীয় ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং তৃতীয় কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ।
উল্লেখ্য, এবছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ছয় জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুরের ৩'শ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় আংশ নেয়।