এ বছর এইচএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২২৫ জন। পাশের হার ৭১.৭৫ ভাগ। গত বারের চেয়ে এ বছর পাশের হার ০.০৬ বেশি। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এবার মোট ৫৫ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৯ হাজার ৪০২ জন। বোর্ডের অধীন ২৭৩ টি কলেজের মধ্যে ২টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করেনি।
৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে বরিশাল ক্যাডেট কলেজ, ৭৩ ভাগ পাস ও ২৩০ জন জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বরিশাল অমৃত লাল দে কলেজ। ৭২ ভাগ পাস ও ২৪১ জন জিপিএ-৫ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজ।
বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মাদ শাহ আলমগীর আজ সকাল ১০টায় শিক্ষা বোর্ড ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। দুপুর ১টায় কলেজগুলোতে আনুষ্ঠানিকভাবে পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়।