দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ৯৭ হাজার ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১ হাজার ৯৪০ জন পাশ করেছে। পাশের হার ৭৪ দশমিক ১৪ শতাংশ।
এবার দিনাজপুর শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৪ জন। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী ১ হাজার ৯০২ জন এবং ছাত্র ২ হাজার ৫৭২ জন।
দিনাজপুর শিক্ষাবোর্ডের ফলাফলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর শীর্ষে রয়েছে। এখানে ৮৪১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৫৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুর হলি ল্যান্ড কলেজ।
এবার এ বোর্ডের অধীন রংপুর বিভাগের ৮টি জেলার ৫৪১টি কলেজের পরীক্ষার্থীরা ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, প্রাপ্ত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীর পাশের হার ৭৫ দশমিক ৭৪ পক্ষান্তরে ছাত্রের পাশের হার ৭২ দশমিক ৬৩।
এবার ৫৪১ টি কলেজের মধ্যে শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ১৭ টি। একজনও পাশ করতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৭টি।
উল্লেখ্য, গত ২০১৩ সালের এইচএসসি'র পরীক্ষায় পাশের হার ছিল ৭১ দশমিক ৯৪ শতাংশ।