টানা ৪র্থ বারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করল রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ। তবে এক সময়ের দেশ সেরা নটরডেম কলেজ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে সেরা পাঁচের মধ্যে নেই।
ঢাকা শিক্ষা বোর্ডে এবার দ্বিতীয় হয়েছে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, তৃতীয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, চতুর্থ ন্যাশনাল আইডিয়াল কলেজ, পঞ্চম ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজ এবং ৬ষ্ঠ হয়েছে নটরডেম কলেজ।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন।