গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা ও শাহবাগ থানায় দায়ের করা মামলায় গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির তিন নেতার জামিনের মেয়াদ বৃদ্ধি করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম সাবরিনা আলী বৃহস্পতিবার তাদের জামিনের মেয়াদ বৃদ্ধি করেন।
বৃহস্পতিবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় তাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া স্থায়ী জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে ১৯ অক্টোবর পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বৃদ্ধি করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান ও ঢাকা মহানগরের সাবেক সদস্য সচিব আবদুস সালামের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
গত বছর হরতাল ও অবরোধ চলাকালে রমনা ও শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করে পুলিশ।