অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বললেন, 'সরকারের বেশি ব্যবসা করা উচিত নয়।'
আজ বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে ইটকল’র (ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লি.) সরকারি লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে ইটকল’র পক্ষ থেকে সরকারের শেয়ারের লভ্যাংশ বাবদ (২০১২-১৩ অর্থবছর) ১৪ কোটি টাকার চেক অর্থমন্ত্রীর হাতে হস্তান্তর করা হয়।
অর্থমন্ত্রী বলেন, 'দাতা প্রতিষ্ঠানগুলোকে মাঝে মাঝে নন্দিত করা উচিত। কারণ হিসেবে বলেন, বিশ্বব্যাংকের ধারণার ভিত্তিতে ইটকল প্রতিষ্ঠা করা হয়। ইটকল একটি সফল প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে।'
ইটকল’র পর আইসিবি এবং বিডিডিএল সরকারকে তাদের লভ্যাংশ (২০১২-১৩ অর্থবছর) প্রদান করে। এতে আইসিবি ৪৫ কোটি ৪৬ লাখ টাকা এবং বিডিডিএল ১০ কোটি টাকার চেক অর্থমন্ত্রীর হাতে হস্তান্তর করে।
চেক হস্তান্তর শেষে অর্থমন্ত্রী বলেন, 'অনেকে বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসান করে। অনেক ক্ষেত্রে মুনাফাও করে, এটিই তার প্রমাণ।'