স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান বলেছেন, 'ইসলামী ব্যাংকগুলো জঙ্গী অর্থায়ন করছে কিনা- এ জন্য তাদের সিএস ও আরএস ফান্ডের খোঁজ খবর নেওয়া হচ্ছে।'
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জঙ্গীবাদ ও প্রতিকার কমিটির তৃতীয় সভায় এ কথা জানান তিনি।
আসাদুজ্জামান কামাল খান বলেন, 'জঙ্গীবাদে অর্থের উৎস কি, অর্থ কারা যোগান দিচ্ছে, অর্থ কিভাবে আসছে- সে বিষয়ও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।'
তিনি বলেন, 'ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংক সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। এই প্রতিবেদন পাওয়ার পর ইসলামী ব্যাংকগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।'