'আপনাদের মতে নিয়ম ও সাংবিধানিক অধিকার রক্ষার নির্বাচন হয়েছে। এখন জনগণের অধিকার রক্ষার নির্বাচন দিন' বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
৫ জানুয়ারির নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা। এদিন ‘প্রতারণা’ দিবস হিসেবে পালন করতে হবে মন্তব্য করে তিনি।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
‘গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভুমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'তাদের শুধু অপেক্ষা করতে হবে জনগণকে পে (পাওনা) করার জন্য। ফোরটুয়েন্টি কারা তা জনগণই নির্ধারণ করবেন।'
প্রধানমন্ত্রীকে উদ্দেশে করে তিনি বলেন, 'সোজা পথে আসেন, সোজা পথে হাটেন। সত্য কথা বলেন, নির্বাচন দেন। জনগণের রাই মেনে নেওয়ার জন্য প্রস্তুত হন।'
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রসঙ্গে তিনি বলেন, 'তাকে মন্ত্রীত্ব দেওয়া হয়েছে খালেদা জিয়াকে গালাগালি করার জন্য।'
শেখ মুজিব হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী উল্লেখ করে গয়েশ্বর বলেন, '২৫ জানুয়ারি বাকশাল কায়েম কারার জন্য ১৫ আগস্ট এ ধরনের ঘটনা ঘটেছে। জাতি মুক্তি পেয়েছিল।'