মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে হারিয়ে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক কালুকে কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে মুন্সিগঞ্জ আদালতে তোলা হয়।
পুলিশ তাকে সাত দিনের জন্য রিমান্ডের আবেদন করলে আদালত রিমান্ড শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করে তাকে আপাতত জেলহাজতে পাঠিয়ে দেয়।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে র্যাব-৭ মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশের কাছে লঞ্চ মালিক কালুকে হস্তান্তর করেছে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।