জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, 'বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রযাত্রায় সফল পথে চলছে।'
আজ বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত এক সংবাদ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওই সংবাদ চিত্র প্রদর্শনীর আয়োজন করে যুবলীগ।
স্পিকার বলেন, 'বাংলাদেশে উন্নয়নের যে ব্রত নিয়ে আমরা কাজ করছি তাতে সকলকে অংশগ্রহণ করতে হবে। বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর ৩৯তম মৃত্যুবার্ষিকী এই হোক আমাদের শপথ। আমরা শপথ নেই আমরা যেন বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি। আমরা সকলে সমন্বিতভাবে কাজ করি।'
তিনি বলেন, 'জাতির পিতা একটি আদর্শ। তার বিষয়ে অল্প পরিসরে তুলে ধরা খুবই কঠিন। জাতির পিতার জন্ম না হলে হয়ত স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি তার সমগ্র জীবন ব্যয় করেছেন। শুধু একটি দেশ তিনি স্বাধীন করেননি, তিনি আমাদের দিয়েছেন একটি পবিত্র সংবিধান। যে অসম্প্রদায়িক দেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন আমাদের সংবিধানে তারই প্রতিফল আমরা দেখতে পাই।'
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল নিহত সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। সেই সঙ্গে ওই সংবাদ চিত্র প্রদর্শনীর আয়োজনের জন্য যুবলীগকে ধন্যবাদ জানান।