প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন, তাদের মাজার জিয়ারত, সূরা ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন।
আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৭টা ২৫ মিনিটে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে দোয়ায় অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এরপর প্রধানমন্ত্রী স্বজনদের সমাধিতে ফুল দেন এবং কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মাদ নাসিম, আবদুল লতিফ সিদ্দিকী, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এইচ টি ইমাম, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ।