নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের উপস্থিতিও লক্ষণীয়।
আজ শুক্রবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ চিত্র দেখা যায়।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই পুলিশ বৃদ্ধি করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পল্টনসহ সারা শহরেই পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে পল্টনেও পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।
এছাড়া নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের রায়ট কার, প্রিজন ভ্যান, জলকামান। টহল দিচ্ছে ৠাব।
সকাল সাড়ে ১০টার দিকে যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক মো মোজ্জাম্মেল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে গেলে তাকে সরিয়ে দেয় পুলিশ। পরে তিনি সেখানে থেকে চলে যান।
সাকাল ১০টা ৫০ মিনিটে মহিলা দলের বেশ কয়েকজন কর্মীকে সরিয়ে দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জড়িয়ে পড়েন তারা।
মহিলা দলের কর্মী নাজমা, শাহানা, নাজনিন ও শামীমাকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে। এরপর তারা সেখান থেকে সরে যান। এসময় চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসময় পুলিশ কার্যালয়ের সামনে ও এর আশপাশের গলিতে দাঁড়িয়ে খাকা নেতা-কর্মী ও কৌতূহলি সাধারণ মানুষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেন। এসময় হালকা লাঠিচার্যও করে পুলিশ।
শুধু নেতা-কর্মীই নয় মিডিয়া কর্মীদের কার্যালয়ে ঢুকতে ও আশপাশে দাঁড়াতে বাধা দেওয়া হচ্ছিল। পরে অবশ্য সোয়া ১১টার দিকে সব সাংবাদিক মিলে কার্যালযে ঢুকতে চাইলে তাদের আর বাধা দেওয়া হয়নি।