বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 'বারবার ক্ষমতায় আসা এ দলটিকে খাঁচায় বন্দি রাখার উদ্দ্যেশেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ রেখেছে।'
আজ শুক্রবার দুপুর বারটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, 'বারবার ক্ষমতায় আসা বিএনপিকে খাঁচায় বন্দী করে রাখতে চায় বলেই এই আচরণ করছে সরকার। এই সরকার নিষ্ঠুরতার প্রতিনিধি।'
এদিন সকাল থেকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বাড়তে থাকে। নেতাকর্মীদের অভিযোগ, কার্যালয়ে প্রবেশে বাধা দিচ্ছে পুলিশ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে কার্যালয়ে কয়েকটি সংগঠনের কেককাটার অনুষ্ঠানের আয়োজনের কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ থাকবেন বলেও জানানো হয়।
কিন্তু পুলিশের তৎপরতায় নেতাকর্মীরা কার্যালয়ের বাইরেও অবস্থান নিতে না পারায় অনুষ্ঠান ভন্ডুল হয়ে যায়।
আগামীকাল শনিবার দেশব্যাপী কালো পতাকা মিছিলের কর্মসূচি রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের।
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অনুমতি পেতে চিঠি দিয়েছি। ইতিবাচক ধারণা দিয়েছে আমাদের, কিন্তু লিখিত কোনো অনুমতি এখনো পাইনি।'
তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্যায়ভাবে নেতাকর্মীদের নয়াপল্টন কার্যালয়ে প্রবেশে বাধা দিচ্ছে। এরা (সরকার ও প্রশাসন) রাষ্ট্রীয়ক্ষমতা জবরদখলকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।'
রিজভী বলেন, 'কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে যে তাণ্ডব চালাচ্ছে এসব সদস্যরা, তার তীব্র নিন্দা জানাচ্ছি।'