'এ দেশকে নিয়ে ষড়যন্ত্র স্বাধীনতার পূর্ব থেকেই শুরু হয়েছে। এখনও চলছে। দেশকে ষড়যন্ত্রমুক্ত করতে হলে জঙ্গিবাদ ও খালেদা জিয়াকে দেশ থেকে উৎখাত করতে হবে' বললেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত 'বঙ্গবন্ধু শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা' শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ঢাবির চারুকলা অনুষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, 'বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে আজকের নতুন প্রজন্ম। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ ছাত্রলীগকে।'
তিনি বলেন, 'এ দেশকে চিনতে হলে এদেশের খাল-বিল, নদী-নালা ও প্রকৃতিকে চিনতে হবে। এই প্রকৃতি শিশু-কিশোরের অঙ্কিত চিত্রের মাধ্যমেই প্রদর্শিত হয়।'
উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, 'চলো আমরা শপথ করি, এ দেশের স্বাধীনতা ও সংবিধানকে রক্ষা করতে আজীবন সংগ্রাম করব।'