যে সমস্ত দেশে বঙ্গবন্ধুর খুনিরা পালিয়ে আছে, তাদের বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ওই সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ শুক্রবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে পরিবার পরিকল্পনা অধিদফতর মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদফতর।
এতে সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার।
মোহাম্মদ নাসিম বলেন, 'আপনারা মানবতার কথা বলেন। গণতন্ত্রের কথা বলেন। অথচ একটি দেশের দণ্ডপ্রাপ্ত খুনিরা আপনাদের দেশে পালিয়ে থাকে। আপনারা তাদের ফিরিয়ে দেন। নইলে ভাবব, এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনাদের সম্পৃক্ততা রয়েছেন।'
১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, 'বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে যিনি কেক কেটে জন্মদিন পালন করেন, তার রাজনীতি করার কোনো অধিকার নেই।'