জনসভায় অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া পৌছেছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তিনি বনানীর বাসভবন থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। বিকেল ২টায় শহরের স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এদিকে, সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। জেলার বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, বাস, মিনিবাস, সিএনজি চালিত অটোরিকশা এবং পায়ে হেটে সমাবেশকে সফল করার জন্য নেতাকর্মীরা আসছেন। আগতদের হাতে রয়েছে বিভিন্ন মাপের এবং বাহারি ডিজাইনের ব্যানার ফেস্টুন। তারা মিছিলের সঙ্গে সমাবেশস্থলে প্রবেশ করছেন।
জেলার আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, বিজয়নগর, কসবা, আখাউড়া থেকে প্রায় দুই শতাধিক বাসে করে আসছেন নেতাকর্মীরা। নবীনগর ও বাঞ্ছারামপুর নদীপথ হওয়ায় সেখান থেকে নৌকা ও লঞ্চ দিয়ে নেতাকর্মীরা আসছেন।