টক শোতে যারা অংশ নেন তাদেরকে 'টক মারানি' বলে আখ্যা দিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি হোটেলে রবিবার স্থানীয় সময় বিকেলে সেখানকার টাঙ্গাইলবাসীদের সঙ্গে এক মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন।
টেলিভিশন 'টক শো'র কঠোর সমালোচনা করে আলোচিত এ মন্ত্রী বলেন, যারা টক শোতে যায়, তারা টক ম্যান। নিজেদের কোনো কাজ না থাকায় ক্যামেরার সামনে যেয়ে তারা বিড়বিড় করে। 'টক মারানি' ভাইদের আর কোনো কাজ নেই। এছাড়া বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বারবার উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন। এক সাংবাদিককে ধমক দিয়ে বলেন, আমি কি তোমার মতো কথা বলবো। আমি আমার মতো কথা বলবো। তুমি এখানে আসলা কেন, তোমাকে কে বলেছে আসতে?
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক সফর করছেন আব্দুল লতিফ সিদ্দিকী। সেই সংবাদ সম্মেলনের ভিডিও দেখতে ক্লিক করুন:
ভিডিও দেখতে ক্লিক করুন:
https://docs.google.com/file/d/0BzseULU4sETyaGRMUjlRQkpsVkU/edit
https://docs.google.com/file/d/0BzseULU4sETybHpmNjR3UlF3czQ/edit
https://docs.google.com/file/d/0BzseULU4sETycEdVeGhraHRBTXc/edit
- See more at: http://www.bd-pratidin.com/2014/09/29/33813#sthash.1jMQVBR1.dpufভিডিও দেখতে ক্লিক করুন:
https://docs.google.com/file/d/0BzseULU4sETyaGRMUjlRQkpsVkU/edit
https://docs.google.com/file/d/0BzseULU4sETybHpmNjR3UlF3czQ/edit
https://docs.google.com/file/d/0BzseULU4sETycEdVeGhraHRBTXc/edit
- See more at: http://www.bd-pratidin.com/2014/09/29/33813#sthash.1jMQVBR1.dpuf