ফেনী শহরের চিহ্নিত মাদক সম্রাট আলাউদ্দিন রনি ও আমজাদ হোসেন টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে শহরের সহদেবপুর ও বনানী পাড়া থেকে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনানী পাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আলাউদ্দিন রনিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে।
অপরদিকে রাত ৮টার দিকে শহরের সহবেদবপুর বাজারে অভিযান চালিয়ে আটক করা হয় আমজাদ হোসেন টিপুকে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় ছয়টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৪/জান্নাত